আমার কাগজ প্রতিবেদক
জনপ্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি, যুগ্মসচিব পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি ও ছয়জনকে অতিরিক্তি বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির পর তাকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) পদায়ন করা হয়েছে।
এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলামকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক সরদার মো. কেরামত আলীকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক, সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভাইরনমেন্ট প্রোগ্রাম (শ্রীলংকা) মহাপরিচালক ড. মো. মাছুমুর রহমানকে বেজার সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াকে এসপায়ার টু ইনোভট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব আবু নূর মো. শামসুজ্জামানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য এবং স্থানীয় সরকার বিভাগের মো. এমদাদুল হক চৌধুরীকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
পৃথক আদেশে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. জসিম উদ্দিনকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সৈয়দ ফারহানা কাউনাইনকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বিপিএএ-কে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য তন্ময় দাসকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সৈয়দা সালমা বেগমকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত মো. শরিফুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের যুগ্মসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
Related Stories
December 19, 2024 4:28 PM
December 19, 2024 4:22 PM