
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামগঞ্জের মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে ‘মা সমাবেশ।’ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আরজুমনি অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশন’ এ আয়োজন করে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের লুবনা কটেজ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপুর পৌর এলাকার শতাধিক মা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহামুদ মান্না, ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা কৃষক লীগ আহ্বায়ক সি এম আবদুল্লা, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক ছাত্রনেতা ইবনে জিসাদ আল নাহিয়ান, হিমেল ক্বারী প্রমুখ।
সমাবেশে লক্ষ্মীপুর সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম রনি ডেঙ্গু মোকাবিলায় পরিবারের সদস্যদের বিশেষ করে মায়েদের করণীয় কী, সে বিষয়ে বিষদ আলোকপাত করেন। পরে উপস্থিত শতাধিক মায়েদের মাঝে লিফলেট, মশারি ও মশার কয়েল বিতরণ করা হয়।