আমার কাগজ প্রতিবেদক
দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মন্তব্যগুলি দেশবাসীর নিকট বিস্ময় সৃষ্টি করে চলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে আছে। সে ব্যবসা-বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, সম্পত্তি আছে, বাড়িঘর আছে। যদি বাতিল করে, করবে। তাতে কিছু আসে যায় না। বাংলাদেশ তো আছেই।
তাঁর এই মন্তব্যটি শোভন ও মার্জিত বলা চলে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। মোস্তফা জামাল হায়দার আজ সোমবার ২৫শে সেপ্টেম্বর গুলশানস্থ দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় সভাপতির ভাষণে উপরোক্ত প্রশ্ন উত্থাপন করেন।
আগামী ২৯শে সেপ্টেম্বর বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলীয় রাজনৈতিক জোটসমূহের এক দফা দাবীর ভিত্তিতে সপ্তাহব্যাপী গণ সমাবেশের প্রস্তুতিকল্পে আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সেলিম মাষ্টার, এডভোকেট মাওলানা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু,শরীফ মিয়া, এ. এস. এম. শামীম, কাজী মোহাম্মদ নজরুল,গোলাম মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কাজী ফয়েজ, সদস্য-সচিব মেহেদী হাসান, জাতীয় যুবসংহতির আহবায়ক নিজাম উদ্দীন সরকার, প্রমুখ।
সভায় সকল বক্তা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আশু চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে যাওয়ার সুযোগ সৃষ্টি করার দাবী জানায়।
সভায় চাল, ডাল, ডিম, আলু সহ সকল প্রকার নিত্যপণ্যের আকাঙ্খী মূল্য বৃদ্ধির কারনে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে, কঠোর ভাষায় তার নিন্দা জানানো হয় এবং নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে সরকারী মদদপুষ্ট সিন্ডিকেট ব্যবসায়ীদের যথাযথভাবে দমনের দাবী জানানো হয়।