
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবালের নামে সম্প্রতি দৈনিক প্রথম আলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেল ৪টায় বাজিতপুর বাজারে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বাজিতপুর বাজারের পার্শ্ববর্তী রেজু মার্কেট থেকে শুরু করে বাজিতপুর বাজার প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক মস্তুফা আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মর্তুজা আলী জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক রানা শিকদার, ছাত্রদলের আহবায়ক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সদস্য সচিব ইফতেকার হায়দার ইফতি।
সমাবেশে বক্তারা বলেন, প্রথম আলোয় আমাদের প্রিয় নেতা আলহাজ্ব শেখ মুজিবুর রহমান ইকবাল সম্পর্কে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। তারা বলেন ভাইরাল হওয়ার বক্তব্যটি দেওয়া হয় জুলাই বিপ্লবের পর, যখন দেশে অরাজকতা বিরাজ করছিল। সেই সংকটময় মুহূর্তে নেতা-কর্মী ও সাধারণ জনগণকে শান্ত রাখতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল এই বক্তব্য প্রদান করেন।
প্রথম আলো প্রায় সাত মাস পর তার বক্তব্যের একটি খণ্ডিত অংশ বিকৃতভাবে উপস্থাপন করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস।
উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির বলেন, আগামী ৩ দিন বাজিতপুরে প্রথম আলো পত্রিকা বন্ধ থাকবে। অবিলম্বে মিথ্যা সংবাদের প্রতিবাদ ছাপানোর জন্য সম্পাদককে অনুরোধ জানান তিনি।