
আমার কাগজ ডেস্ক
আঙ্কারায় গতকাল রবিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীর অবস্থান লক্ষ করে যুদ্ধবিমান দিয়ে মুহুর্মুহু হামলা চালিয়েছে তুরস্ক। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অন্তত ২০টি লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মধ্যে পিকেকের গুহা, ডিপো এবং বাঙ্কার আছে। সেইসঙ্গে পিকেকের অনেক জঙ্গি নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের গারা, হাকুর্ক, মেতিনা এবং কান্দিলে পিকেকের ঘাঁটিতে হামলা বাড়িয়েছে সামরিক বাহিনী।
গতকাল সকালের দিক আঙ্কারায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রবেশদ্বারে বিস্ফোরক বস্তু দিয়ে নিজেকে উড়িয়ে দেয় এক হামলাকারী। আরেকজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করে পিকেকে।
সংবাদসংস্থা এএনএফ জানায়, তুরস্কের পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার সময় পিকেকে হামলার পরিকল্পনা করেছিল। আমাদের অমর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত একটি দল এ হামলা চালিয়েছে।
তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, দুই হামলাকারী এক চালককে গুলি করে হত্যা করে তার গাড়ি ছিনতাই করে। এরপর ওই গাড়িতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান গেটে আসে। এর মধ্যে একজন দ্রুত ভবনের দিকে আসে এবং নিজেকে উড়িয়ে দেয়। আরেকজন পুলিশের গুলিতে নিহত হয়েছে।