আমার কাগজ ডেস্ক
ফেনীর কৃতি সন্তান প্রকৌশলী আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। আজ বিকেল পাঁচটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
আগামীকাল শনিবার সকাল ৯ টায় ফেনীর মিজান ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় ছাগলনাইয়ার উত্তর কোহমা মরহুমের নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানের দাফন করা হবে।
আমার কাগজ সম্পাদকের শোক: প্রকৌশলী আব্দুর রশিদের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।