মনোনয়ন বাতিল ‘পরিকল্পিত সিদ্ধান্ত’
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) নির্বাচনী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বাজিতপুর উপজেলার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন বিধি অনুযায়ী ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাইয়ের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নির্দেশে ১০ জন ভোটার যাচাই বাছাই ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাচাই-বাছাই প্রক্রিয়ায় ১০ জন ভোটারের মধ্যে কয়েকজনের তথ্য সঠিক না থাকার অজুহাতে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ না করে বাতিল ঘোষণা করেন।
অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের সঙ্গে তিনি কোনো বিতর্কে যেতে চান না, তবে নির্বাচন যাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়Ñসেটিই তার প্রত্যাশা। বাজিতপুর-নিকলীর সাধারণ জনগণ ও নেতাকর্মীদের অনুরোধেই তিনি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। অথচ ১ শতাংশ ভোটার স্বাক্ষর যাচাইয়ের বিষয়টি দেখিয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটার স্বাক্ষর সংক্রান্ত বিষয়টি নিয়ে পূর্বেও আদালতে মামলা করা হয়েছিল, যা এখনো নিষ্পত্তি হয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে তারা জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে আসছেন। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে অংশগ্রহণ করলেও দুঃখজনকভাবে প্রশাসনের ভেতরে এখনো বৈষম্যের চর্চা রয়ে গেছে।
অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, “যদি প্রকৃত রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশ আবারও পিছিয়ে পড়বে।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করবেন। আপিলের মাধ্যমে বাজিতপুর-নিকলীর জনগণের আশা ও প্রত্যাশা পূরণে আবারও নির্বাচনী মাঠে ফিরতে চান তিনি। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বাজিতপুর উপজেলা শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
