বিনোদন ডেস্ক
পর্নোগ্রাফিকাণ্ডে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ কুন্দ্রা। কারাবন্দি থাকার সময় প্রতি রাতেই কাঁদতেন তিনি। এমনকি জেল থেকে মুক্তির পর প্রায় দু’বছর মুখও লুকিয়ে ছিলেন রাজ। এরপর কারাবন্দি জীবনের অভিজ্ঞতা নিয়ে নির্মাণ করেছেন সিনেমা। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। সিনেমার নাম ‘ইউটি ৬৯’।
ইতোমধ্যে সিনেমার প্রথম ঝলকও প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, সিনেমার প্রচারণার কাজও শুরু করে দিয়েছেন রাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জেল যন্ত্রণার অভিজ্ঞতা বর্ণনা করেন রাজ। এ সময় তিনি জানান, জেলে প্রকাশ্যে তাকে নগ্নও করা হয়েছিল।
ভারতীয় গণমাধ্যমে রাজ বলেন, অত্যন্ত অপমানজনকভাবে সবার সামনে ওরা সম্পূর্ণ উলঙ্গ করে দেয়। তারপর পশ্চাৎদেশে কোনো মাদক লুকানো আছে কি না, সেটা খতিয়ে দেখে। এ সময় আমার মনে হয়, যেন সমস্ত মানসম্মান নষ্ট হয়ে গেল। এমনিতেই এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে তার ওপরে এভাবে নগ্ন করা হয়েছিল আমাকে।
তিনি আরও বলেন, মিডিয়া অলরেডি আমার সঙ্গে বাইরে এই কাজটা করছিল, তারপর জেলেও এমন হলো। আমার সমস্ত কিছু ভেঙেচুরে যাচ্ছিল। জেলে খাবার আর শোয়ার কোনো ঠিকঠাক ব্যবস্থা ছিল না।
রাজ বলেন, আমি জানি না কেন আমাকে তথাকথিত তারকাদের সেলে রাখা হয়নি। আর্থার রোড জেলের সাধারণ গারদে রাখা হয়েছিল। আমার সেটা নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারকাদের গারদে কোনো আলাদা সুবিধা পাওয়া যায় না। শুধু সেখানে একটা ঘরে ৫ জন থাকে আর সাধারণ গারদে যেখানে মাত্র ৫০ জন থাকতে পারে সেখানে ২৫০ জনকে ঢুকিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ইউটি ৬৯’। সিনেমাটি নির্মাণ করেছেন শাহনওয়াজ আলি। এতে নিজের ভূমিকায় নিজেই অভিনয় করেছেন রাজ।