
আমার কাগজ প্রতিনিধি
বকেয়া বেতন পরিশোধের দাবি ও শ্রমিক মারধরের প্রতিবাদে গাজীপুরের দুটি মহাসড়কে সকাল থেকে চলা অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল শুরু হয়েছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। বেলা ১১টার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।
অপরদিকে, শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০ টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ও শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাক এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় আনসার ও অতিরিক্ত পুলিশ কাজ করছে।