যশোর প্রতিনিধি
আমরা সাধারণ মানুষ, আমরা পেঁয়াজ বয়কট করলাম বলে যশোর শহরে মাইকিং করেছেন আলী আজম টিটো নামের একজন শিক্ষক।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কে রিকশা নিয়ে ঘুরে ঘুরে এমন মাইকিং করেছেন তিনি।
মাইকিং করে এই শিক্ষক বলেন, আমরা সাধারণ মানুষ। আমরা তোমাদের সঙ্গে পারব না। যখন পারব না, তখন আমরা তোমাদেরকে বয়কট করব। পেঁয়াজ এমন কোনো পণ্য না, যে আমাদের লাগবেই। সুতরাং আমরা পেঁয়াজ বয়কট করলাম।
জানা যায়, আলী আজম টিটো যশোর শহরের ব্রাদার্স টিটোস্ হোম নামের একটি স্কুলের পরিচালক। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তিনি এ মাইকিং করেন।
গণমাধ্যমকে আলী আজম টিটো বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দীর্ঘ সময় পার হলেও সরকার এ সিন্ডিকেটটি ভাঙতে ব্যর্থ। তাই একজন সাধারণ মানুষ হিসেবে আমি পেঁয়াজের সিন্ডিকেটের পণ্য বয়কট করছি। অন্যরাও যদি বয়কট করে সিন্ডিকেটের প্রতিবাদ করে, তাহলে মজুতদার সিন্ডিকেটটি ভেঙে যাবে।
এ সময় অনেকেই টিটোর এ উদ্যোগকে সমর্থন জানিয়ে তার সঙ্গে যোগ দেন। তারা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।