
আমার কাগজ প্রতিবেদক
পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন ঘোষিত ১১ দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দাবিগুলো যৌক্তিক বিবেচনা পর্যায়ক্রমে তা বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করে দিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন ২০২৪ এর ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি ও অতিরিক্ত ডিআইজি নাজমুল ইসলামের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়েছে।
তিন সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত ডিআইজি (হেডকোয়ার্টার্স) মিয়া মাসুদ করিম বিপিএমকে। এছাড়া অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) বেলাল উদ্দিন বিপিএমকে সদস্য এবং অতিরিক্ত ডিআইজি (পিআইও) মো. মিলন মাহমুদ বিপিএম (বার) কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে নির্দেশনা তৈরির কথা বলা হয়েছে।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ১) অধস্তন পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কাজে কোন সদস্যকে ব্যবহার করা যাবে না ও কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং বাণিজ্য বন্ধ করা। সার্জেন্ট মার্জ করে সাব-ইন্সপেক্টর পদে, এটিএসআইকে মার্জ করে এএসআই (নিরস্ত্র) পদে রূপান্তর করা। সাব-ইন্সপেক্টরপদের ৭৫ ভাগ বিভাগীয় অফিসার দ্বারা পূরণ করা এবং ২৫ ভাগ সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা।
২) জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের অবৈধ রেকার বাণিজ্য বন্ধ করা হবে এবং মামলার টার্গেট প্রদান থেকে বিরত থাকা। এবং তৃতীয়তঃ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।