
খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে মারমা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ও মারমা মহিলা কল্যাণ সমিতি খাগড়াছড়ি জেলা কমিটি উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলা প্রায় ৫টি গ্রামে ছাগল বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঃ মংসুইথোয়াই চৌধুরী সভাপতি মারমা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি মোঃ জহির উদ্দিন উপজেলা সমবায় অফিসার খাগড়াছড়ি সদর, আমেঃ বুলুসু মারমা সাধারণ সম্পাদক মারমা মহিলা কল্যাণ সমিতি খাগড়াছড়ি জেলা কমিটি, কোঃ ক্যচিং মারমা দপ্তর সম্পাদক মারমা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, কোঃ আনুমং মারমা, যুগ্ম আহ্বায়ক মারমা যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি এবং কোঃ উসানু মারমা দপ্তর সম্পাদক মারমা কল্যাণ সমিতি খাগড়াছড়ি সদর উপজেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন ড আওয়াং মারমা সভানেত্রী মারমা মহিলা কল্যাণ সমিতি খাগড়াছড়ি জেলা কমিটি।
সভায় প্রধান অতিথি বক্তব্যে আগামীতে মারমা জাতির উন্নয়ন জন্য সকল মারমা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করবে বলেছে।