
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বৃষ্টিতে ভেসে গেছে এশিয়া কাপের ভারত-পাকিস্তানের মহারণ। সেই ম্যাচে আসেনি কোনো ফল। এশিয়া কাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচে কোনো ফলাফল না আসলেও এশিয়া কাপ হকিতে ঠিকই ফল বের করে এনেছে ভারত দল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা।
এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকির ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে ভারত।
ওমানের সালালায় অনুষ্ঠিত পাঁচজনের এই হকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত ৪-৪ গোলে ছিলো সমতায়। সে কারণে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
শিরোপা নির্ধারণী ম্যাচের ৫ মিনিটের মাথায়ই লিড নেয় পাকিস্তান। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ভারত। ব্যাক টু ব্যাক গোলে লিড নেয় তারা।
তবে সেই ধাক্কা সামলে নিয়ে ভারতের জালে প্রথমার্ধের শেষদিকে দুই গোল দিয়ে বসে পাকিস্তান। আর তাতেই ৩-২ পিছিয়ে পড়ে বিরতিতে যায় ভারত।
বিরতি থেকে ফিরে পাকিস্তান স্কোরলাইন নিয়ে যায় ৪-২ এ। কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র না। টানা দুই গোলে ম্যাচে নিয়ে আসে সমতা।
নির্ধারিত সময়ে আর গোলের দেখা না মেলায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি আনা হয়।
এই হকি এশিয়া কাপ ২০২৪ সালের পাঁচজনের হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট হিসেবে বিবেচিত। চ্যাম্পিয়ন, রানার্সআপ আর তৃতীয় হওয়া দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।