আমার কাগজ প্রতিবেদক
আওয়ামী লীগ সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয় গত ২৭ আগস্ট। আজ তাদেরকে ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন জননিরাপত্তা বিভাগ।
ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা, পুলিশ সুপার মো. নাজমুল করিম খান, পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির ও পুলিশ সুপার মীর আশরাফ হোসেন।
উল্লেখ্য, পুনর্বহাল হওয়া এ ছয় কর্মকর্তাকে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।