আমার কাগজ ডেস্ক
কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সোমবার (১৬ ডিসেম্বর) পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণেই ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া অর্থমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন ফ্রিল্যান্ড। এই ঘটনায় জাস্টিন ট্রুডোর সঙ্গে ফ্রিল্যান্ডের যে দ্বন্দ্ব- তা প্রকাশ্যে এলো।
সম্প্রতি মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে ক্ষমতা গ্রহণের প্রথমদিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমন হুমকির পর দ্রুত যুক্তরাষ্ট্রে আসেন ট্রুডো। তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন।
সোমবার ফ্রিল্যান্ড তার পদত্যাগপত্রে লিখেছেন, আজকে আমাদের দেশ গভীর চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে, কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধ রয়েছে।
ফ্রিল্যান্ড বলেছেন, ট্রাম্পের শুল্ক নিয়ে হুমকি গুরুতরভাবে নেওয়া উচিৎ। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু হতে পারে।
ডালহাউস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরি টার্নবুল বলেছেন, ফ্রিল্যান্ডের পদত্যাগ পুরোপুরি একটি বিপর্যয়। এর মানে হচ্ছে ট্রুডোর মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে এবং এরফলে প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে।