নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষ ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স ও মিডওয়াইফারী ২০২৩-২৪ শিক্ষা বর্ষের (৫ম ব্যাচ) ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২ জুন) দুপুরে চৌমুহনী কলেজ রোডে রাবেয়া প্রাইভেট হসপিটালের কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু নাসের এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সুলতানা রাবেয়া খানম।
বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস। চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাহাবুদ্দিন কাজল।
উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন ও গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে।