
নোয়াখালী প্রতিনিধি
২৬৮, নোয়াখালী-১, (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের গাড়ী বহরে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় হামলার অভিযোগ উঠেছে ।
ঘটনার অভিযোগ চাটখিল উপজেলার পাচগাঁও ইউনিয়ন কাচারি বাজারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুণের বিরুদ্ধে। তার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন।
স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে পাচগাঁও ইউনিয়নের কাচারি বাজারে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে একটি পথসভা চলছিল। এ সময় পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুণের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি মিছিলি সভা মঞ্চের পাশে বিভিন্ন উত্তেজিত এবং কটুবাক্যর স্লোগান দিতে থাকে এবং হকমলার প্রস্তুতি নেয় এবং আমি সভা শেষ করে গাড়ীতে উঠলে উত্তেজিত স্ব-সস্ত্র সন্ত্রাসীরা গাড়ী বহরে হামলা চালায়।
তিনি দাবী করেন, এ সময় গাড়ীর গ্লাস কভারসহ ভাংচুর করা হয় এবং আমার একজন কর্মীকে বেদড়ক মারধর করে।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।