
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধ
নোয়াখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে বাংলাদেশ জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চৌমুহনী মোরদ আলম কমপ্লেক্সের স্টেক ভ্যালি রেস্টুরেন্টে বিএনপি,বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন, এলডিপি, খেলাফত মজলিস (একাংশ), গন অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, প্রধান বক্তা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন।
চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর আমীর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমানের সার্বিক নির্দেশনা ও কর্ম পরিষদ সদস্য মোফাখ্খের হোসাইন নাসিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট আবদুর রহিম। বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ, নায়েবে আমির মোবাশ্বের হোসেন। চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, যুগ্ন-সম্পাদক শওকে এলাহী রুমি। চৌমুহনী বড় মসজিদের সেক্রেটারি ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
বিএনপির চৌমুহনী পৌরসভা সভাপতি জহির উদ্দিন হারুন, সেক্রেটারি মহসিন আলম। পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জিএস রুবেল। এলডিপির বেগমগঞ্জ উপজেলা সভাপতি বদিউল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মুফতি শহিদুল ইসলাম, ইসলামি আন্দোলনের মহি উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শহর সভাপতি প্রফেসর মোস্তাফিজ রহমান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম (বিএসসি) খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মোরশেদুল আলম মাসুম, গন অধিকার পরিষদের জেলা সহকারী সেক্রেটারি মোঃ ইউসুফ।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম,সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
পৌর বিএনপির সহ সাংগঠনিক আবুল খায়ের (হিরন), প্রচার সম্পাদক সুফল, চৌমুহনী পৌরসভা সেচ্চাসেবক দলের সভাপতি রাশেদ সুমন সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল ছিলো আনন্দঘন।
এই সময় জেলা উপজেলা কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।