
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে হঠাৎ টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘর বাড়ি। ২০ আগস্ট মঙলবার রাত সাড়ে ১২ টায় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামে টর্নেডোতে কয়েকটি বাড়ি সম্পূর্ন বিধস্ত হয়।
স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জানান, রাতে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ তীব্র বাতাস শুরু হলে ঘুম ভেঙ্গে উঠতে না উঠতেই টিনের চাল, ঘরের বেড়া চুরমার করে ভেঙে যেতে দেখে খেই হারিয়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করে। এরইমধ্যে ১০/১৫ মিঃ টার্নেডো কয়েকটি বাড়ির প্রায় ২০ টি বসত ঘর, রান্না ঘর, গবাদি পশুর ঘর দুমড়ে মুচড়ে বিদ্ধস্থ হয়ে যায়।
হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর জনাব ইসহাক খন্দকার, সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি ডাঃ বোরহান উদ্দিন সূবর্ণচর উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা জামালুল্লাহ মুকুল প্রমূখ ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতি কাটিয়ে দ্রুত ঘর বাড়ি সংস্কার করে স্বাভাবিক কার্যক্রম ফিরে আসতে মহান আল্লাহর কাছে দোয়া করেন। এবং স্থানীয় প্রশাসন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।