বিনোদন ডেস্ক
বর্তমান পরিচয় বলিউড অভিনেত্রী হলেও একসময় নীল জগতের জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন। সেই জগত থেকে বের হয়ে আসলেও এখনও অতীত নিয়ে প্রায় সময়েই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল সিনেমায় কাজ করা প্রসঙ্গে সানি বলেন, ‘পর্ন ইন্ডাস্ট্রির সেরা সেরাদের সঙ্গেই কাজ করেছি।’ উদাহরণ হিসেবে তিনি বলিউডের করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের কথা বলেছেন। বলিউডে যেমন এরা সেরা, সানি নীল জগতে ঠিক তাদেরই মতো সেরা প্রতিষ্ঠান, ব্যক্তিদের সঙ্গেই কাজ করেছেন।
এই তারকা বলেন, ‘আমি সেরা লোকজনের সঙ্গে সেখানে কাজ করেছি। আমি যখন সেরা বলছি, তখন আমি তুলনা করতে পারি এখানকার ধর্মা প্রোডাকশন এবং যশ রাজের সঙ্গে।’
সানির ভাষ্য, নিজের কাজ নিয়ে অধিক সচেতনতার জন্যই সমসাময়িক অনেক পর্নস্টারের চেয়ে কম কাজ করেছেন তিনি। কিন্তু এজন্য কোনো আফসোস নেই তার।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে সানি লিওনের ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ ক্যশপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি। যা তার চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম সাফল্য।
পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে অতীত, তাই কম কটাক্ষ শুনতে হয়নি সানিকে। কিন্তু ‘কেনেডি’ তার ক্যারিয়ারের মোড় ঘোরাবে বলে আত্মবিশ্বাসী অভিনেত্রীর।
‘কেনেডি’ নিয়ে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছেন, ‘তুমি সানি লিওন, একটা পর্ন স্টার। তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। এসব কথা আমি বছরের পর বছর ধরে শুনে আসছি। কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি, কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি।’