
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার (২১ মার্চ) বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাজিতপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
প্রধান অতিথি বক্তব্যে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, আজ আমরা এক মহা সঙ্কটের মধ্যে দিন অতিবাহিত করছি। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি মাঠে ছিল। ছাত্র-জনতাসহ সকলের আন্দোলনে এই স্বৈরাচার দেশ থেকে বিদায় হওয়ার পর আমরা মনে করেছিলাম অতিসত্তর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমাদের সংবিধানের কোনো তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো সরকার হলে ৯০ দিনের ভেতর নির্বাচন হওয়ার কথা। ৭ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নাই। শুধু ডিসেম্বর-জানুয়ারি-জুলাই এসব তালবাহানা চলছে। এতেই বোঝা যায় দেশ সামনে কঠিন ষড়যন্ত্রের মুখে পড়তে যাচ্ছে। আমি জাতীয়তাবাদী সকল নেতাকর্মীদের বলতে চাই, আপনারা চোখ-কান খোলা রাখুন। যেকোনো সময় যেকোনো ডাকে আবার আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যেদিন থেকে নির্বাচনে দিন তারিখ ঠিক হবে সেই থেকেই আমরা নির্বাচনে ঝাপিয়ে পড়বো। তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বাজিতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোস্তাফা আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মামুনুর রহমান পুটন, সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, সাবেক জেলা বিএনপির সদস্য আলে মোহাম্মদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মজতুবা আলী জাহাঙ্গীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।