
বিনোদন ডেস্ক
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। এবার নিজেকে ‘ভার্জিন’ দাবি করে খুব শিগগিরই বাবা হতে চান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন বলিউড ভাইজান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অ্যামাজন প্রাইমে প্রচারিত দুই বলিউড ডিভা টুইঙ্কল খান্না ও কাজলের নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এর প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান ও আমির খান। এদিন অনুমিতভাবেই নানা গল্পের ঝাঁপি খুলে বসেছিলেন দুই তারকা। সেখানে তারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও খোলাখুলি কথা বলেন। তবে সব ছাপিয়ে আলোচনায় বিয়ে, সন্তান নিয়ে সালমান খানের মন্তব্য।
কথোপকথনের একপর্যায়ে টুইঙ্কল মজা করে বলেন, ‘সালমান নিজেই বলে সে ভার্জিন।’ এ কথা শুনে সালমান মাথা নেড়ে সম্মতি দেন। সঙ্গে টুইঙ্কল যোগ করেন, ‘আমিরের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ, তিনি জীবনে একাধিকবার বিয়ে করেছেন।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম নয়, সালমান আগেও নিজেকে ভার্জিন উল্লেখ করেছেন। ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণের’ প্রথম পর্বে ৪৭ বছর বয়সী সালমান দাবি করেছিলেন, তিনি এখনো ‘ভার্জিন’। তিনি বলেছিলেন, ‘আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখব, যাকে একদিন বিয়ে করব।’
করণ জোহর অবিশ্বাস নিয়ে প্রশ্ন করেন, ‘তুমি বলছ, তুমি ভার্জিন?’ গম্ভীর ভঙ্গিতে সালমান উত্তর দেন, ‘হ্যাঁ।’ আর মুচকি হেসে যোগ করেন, ‘আমার বন্ধু আছে, কিন্তু কোনো বেনিফিট নেই।’
তবে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’ অনুষ্ঠানে প্রেমিকাদের প্রসঙ্গ উঠতেই খানিক ভিন্ন সুরে কথা বলেন সালমান। ভাইজান বলেন, ‘কয়েকজনকে সম্পূর্ণ এড়িয়ে চলি। দৌড়ে পালিয়ে যাই। এটা অভদ্রতা নয়, বরং যাতে অন্যের মনে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে।’ তবে সব সাবেকই যে দূরে, তা নয়- ‘সঙ্গীতা (বিজলানি) পরিবারে মতোই, সবসময় কাছের মানুষ।’
আমির জানান, প্রথম দিকে তিনি সালমানকে বাঁকা চোখে দেখতেন। তবে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সময় থেকে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। বিশেষ করে, রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময় তার ও সালমানের বন্ধুত্ব আরও দৃঢ় হয়।
সালমান খানের প্রেম এবং বিচ্ছেদ বি-টাউনে বহুল চর্চিত বিষয়। সঙ্গীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রাই কিংবা ক্যাটরিনা কাইফ- সব সম্পর্কই একসময় আলোচিত হয়েছে। বিচ্ছেদ প্রসঙ্গে সালমান বলেন, ‘যখন একজন আরেকজনের চেয়ে দ্রুত এগোয়, তখনই সম্পর্কের ভাঙন শুরু হয়। তখনই অনিশ্চয়তা আসে। সম্পর্ক টেকাতে হলে দুজনকে একসঙ্গে এগোতে হয়।’
আমির যখন অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, সালমান হেসে বলেন, ‘আরে ভাই, সম্পর্ক জমেনি! আর কী করা যাবে! কাউকে যদি দোষ দিতেই হয়, তা হলে আমাকে দোষ দেওয়াই ভাল।’
আমিরও সালমানের সঙ্গে বন্ধুত্বের কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমার তখন রিনার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল। মনে আছে সালমান? তুমি একদিন আমার বাড়িতে নৈশভোজ করতে এসেছিলে। সেখান থেকেই আমাদের গভীর বন্ধুত্ব শুরু হয়।’
সম্প্রতি সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন। সে বিষয়ে প্রতিক্রিয়া না জানালেও অনুষ্ঠানে বাবা হওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন সালমান। গুঞ্জনের মধ্যেই সন্তান চাওয়ার কথা বললেন সালমান খান।
এবার তিনি খোলাখুলি জানালেন, সন্তান চাওয়ার স্বপ্ন এখনো তার মনে বেঁচে আছে। সালমান অকপটে বলেন, ‘সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে। শেষমেশ তো সন্তানের কথাই আসে। দেখা যাক।’
উল্লেখ্য, পর্দায় এবার সালমান খানকে দেখা যাবে নতুন ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে।