আন্তর্জাতিক ডেস্ক
আটলান্টিক মহাসাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে মার্কিন পর্যটকবাহী সাবমেরিন।
কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় রোববার যাত্রা করার পৌনে দুই ঘণ্টা পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির।
বেসরকারি কোম্পানি ওশানগেট এক্সপেডিশন্সের ওই সাবমেরিনে ব্রিটিশ বিলিওনিয়ার হামিশ হার্ডিংসহ ৫ পর্যটক ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, ছোট ওই সাবমেরিনে পানির নিচে ৭০ থেকে ৯৬ ঘণ্টা বেঁচে থাকার মতো অক্সিজেন রয়েছে। নিখোঁজদের উদ্ধারে আটলান্টিকের তলদেশে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার দল।
ওশানগেট এক্সপিডিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে তাদের একটি সাবমেরিন সমুদ্রের তলদেশে রয়েছে। এছাড়া ২০২৪ সালে আরও দুটি সাবমেরিন পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।
নিখোঁজ সাবমেরিনটিতে মাত্র পাঁচজন বসতে পারেন। এর মধ্যে তিনজন পর্যটক। বাকি দুজনের একজন সাবমেরিনের চালক ও অন্য আরেকজন কন্টেন্ট এক্সপার্ট। সমুদ্রতলে অবতরণ ও আরোহণে প্রায় আট ঘণ্টা সময়ের প্রয়োজন হয়।