
হাওর অঞ্চল থেকে আলি জামশেদ
নিকলীতে গরুর হাট উপলক্ষে নতুন ইজারাদার ও সংগঠন কর্তৃক এলাকাবাসীর উদ্যোগে বিশাল ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় ২৮ মার্চ (শুক্রবার) স্থানীয় দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের গুপিরায় বাজার একটি অতি পরিচিত প্রাচীন বাজারের নাম। ২০০৯ সাল থেকে এ বাজারের অন্তর্ভূক্ত হয় গরুর হাট। হাটের দায়িত্ব থাকাদের বিরুদ্ধে শুরু থেকেই ছিলো ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কথিত ১৩ সমাজের অধীনস্থরা এ হাটের মালিক। প্রায় ১০ হাজারের কাছাকাছি লোক হলে যদিও হাটটি ইজারা আনা হয়ে থাকে একক ব্যক্তির নামে।
সাম্প্রতিক বাজারটি সিন্ডিকেট ভেঙ্গে ইজারায় এসেছে অতীতের তুলনায় প্রায় ১৩ গুনের কাছাকাছিতে ব্যাতিক্রমীভাবে। গত ২০২৪ সালের ভ্যাট আয়করসহ ৩১ লক্ষ টাকার স্থলে বর্তমানে ৪ কোটির কাছাকাছিতে। একদিকে সরকার যেমন সঠিক ইজারা মূল্য লাভবান অপরদিকে সাধারণ জনগণও উৎসাহিত সঠিক হিসাব নিকাশ জানতে পেরে। দীর্ঘ ১৬ বছরেও সঠিক হিসাব কাউকে দেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। অতীতের কমিটির দায়িত্বে থাকা অসাধুদের অনেকে লুটপাট ও দুর্নীতি করে কোটিপতি বনে গেছেন। প্রতিবাদ করেও অনেককে একঘরে থেকে শুরু করে নানাবিধ নির্যাতনের শিকার হতে হয়েছে। কথিত হাটের উপদেষ্টা কামরুল ইসলাম মানিক কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের নামে এবং প্রশাসনের নামে করেছে চাঁদাবাজি। এছাড়াও ইজারাদার আলম এবং মানিক কৌশলে ২০ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টায় লিপ্ত রয়েছে। টাকা ফেরতের বিষয়ে তাদের সাথে কথা হলে দিবো দিচ্ছি বলেও সময় ক্ষেপণ করে চলেছেন।
স্থানীয়দের দেয়া তথ্য সূত্রে জানা গেছে বিগত ১৯ মার্চের বুধবারেও সমাজকে বুঝানো হয়েছে হাটের অর্জিত মাত্র প্রায় ৬০ হাজার টাকা । অথচ নতুন ইজারাদার ও এলাকাবাসী দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়ার পরে ২৬ মার্চে অর্জন এসেছে প্রায় পৌনে ১০ লক্ষ টাকা। এমন করেই ঠকানো হয়েছে দীর্ঘ ১৬ বছর ধরে। যে কারণে ক্ষুব্ধ এলাকাবাসী ও সাধারণ জনগণ।
এমনকি ১৬ বছরেও এমন জাঁকজমকপূর্ণভাবে মাদ্রাসা প্রাঙ্গণে এ ধরণের ইফতার মাহফিল হয়নি বলে বলে দাবি তোলেন স্থানীয়রা। এলাকাবাসীও মহাখুশি এই ইফতার ও দোয়ার মাহফিলে যোগদান করতে পেরে। তারা প্রত্যেকেই এই হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
তাছাড়াও বিগত সময়ে যারা স্থানীয় সাধারণ জনগণসহ সরকারকে ঠকিয়েছে পাশাপাশি প্রশাসন ও রাজনৈতিক আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে কঠিন বিচারেরও দাবি জানান।