
নাটোর প্রতিনিধি
নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা ও নাটোর জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি মো. সিরাজুল ইসলাম খানের শুভেচ্ছা বিনিময় হয়েছে। আজ রবিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মোঃ সিরাজুল ইসলাম খানের নিজ বাসভবন নাটোর সদর উপজেলার কানাইখালীতে এ শুভেচ্ছা বিনিময় হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে সভাপতি ও কোষাধ্যক্ষ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের নানা বিষয় নিয়ে আলাপচারিতায় মগ্ন হন।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেন তারা।
এ সময় শিক্ষক মাসুদুর রহমানসহ বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন তাদের আলাপচারিতায় শরীক হয়ে উভয়ের সাথে কুশল বিনিময় করেন।