
নাটোর প্রতিনিধি
নাটোরে পিকনিকের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বড়াইগ্রামে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে এ দুর্ঘটনা হয়।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এদিকে, দুর্ঘটনার পর বাসের চালক বাসটি রেখেই পালিয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নাটোরের লালপুরের ‘গ্রীনভ্যালী পার্কে’ পিকনিক করতে আসে একটি গ্রুপ। পিকনিক শেষে তারা পুনরায় গাজীপুর ফিরছিলেন। পথে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস সামনের একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ১০ জন আহত হয়।