
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্
সেবাই ধর্ম সেবাই আমাদের প্রতিশ্রুতি, আমরা প্রবাসী আমরাই দেশের শক্তি এই স্লোগান কে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন ভাতুরিয়া গ্রামের মরহুম সুরুজ মিঞা ফাউন্ডেশনের পক্ষ থেকে, প্রতি বারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ শতাধিক, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, নগদ অর্থ, ঈদ বস্ত্র এবং গরুর মাংস বিতরণ করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী সালেহ আহমেদ ও মো: দিদার সহ এর পরিবার।
বৃহস্পতিবার দুপুরে ভাতুরিয়া গ্রামের মরহুম সুরুজ মিঞা সাহেব নিজ বাড়িতে, আলোচনা সভার মধ্য দিয়ে, এলাকার সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী নগদ অর্থ, ঈদ বস্ত্র এবং গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এসময় শিবপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এস এম রৌফ এর সভাপতিত্বে ও বিটঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ক্বারী আনোয়ার হোসাইন ফারুকীর সঞ্চালণায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম মেম্বর, সফিক সরদার, দুলাল সরদার, ওয়াছেক সরদার, জজ মিয়া সরদার, হারুন সরদার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ, সেলিম খন্দকার, ভাতুড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি ইয়ামিন ও প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুরুজ মিঞা ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় প্রতি বারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে গরুর মাংসসহ ঈদ সামগ্রী বিতরণ করেছে। তাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে সেই কামনা করছি।