
আমার কাগজ ডেস্ক
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মদিনায় হিজরতের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিজরতের মধ্য দিয়ে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে ইয়াসরিব শহরে যান। নবীজির (সা.) সম্মানে নগরীটির নাম মদিনাতুন্নবী বা নবীর শহর রাখা হয়। এখন বলা হয় মদিনা মুনাওয়ারা বা আলোকিত শহর। মদিনার জনসংখ্যা এবং সেখানে মুসলিমদের সংখ্যা নিয়ে নানা ঐতিহাসিক তথ্য রয়েছে।
৬৩০ খ্রিষ্টাব্দের দিকে, অর্থাৎ মহানবীর শেষ সময়ে মক্কার জনসংখ্যা ছিল আনুমানিক ৩০ হাজার। মক্কা তখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। জনসংখ্যা প্রধান অংশ ব্যবসায়ী, কারিগর ও কুরাইশ গোত্রের লোকজন। মক্কার মোট এলাকা ছিল তখন বারো শ বর্গকিলোমিটার। এক বর্গকিলোমিটারে হাজারখানেক মানুষ বাস করতে পারে, কিন্তু মরুভূমি অঞ্চলে খাদ্য ও পানির কম প্রাপ্যতার কারণে এ সংখ্যা কম হওয়াই যুক্তিসংগত। মরু অঞ্চলে ১ বর্গ কিলোমিটারে একশ জন মানুষ বাস করতে পারে। সে হিসাবে অনুমান করা যায় ৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা সম্ভবত ১০ হাজার থেকে ৫০ হাজারের মাঝামাঝি জনসংখ্যার ঠাঁই ছিল।