ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
শেখ হাসিনাকে কেউ পালাতে বলে নাই, তিনি গত ১৬ বছর হাজার হাজার গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের অপরাধের কারনে তার কর্মই তাকে পালাতে বাধ্য করেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, এখন দেশে-বিদেশে কেউ আওয়ামী লীগের পরিচয় দেয়না।
বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভারতের উগ্র মৌলবাদীরা বাংলাদেশ হাইকমিশনে হামলা করেছে। জাতীয় পতাকাকে অবমাননা করেছে। বাংলাদেশের মানচিত্র ও ভূখন্ড রক্ষার জন্য দেশের ১৮ কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে।
শুক্রবার রাতে উপজেলার সোনাপুর পশ্চিম চাঁদপুর ঈদগাহ মাঠে আমিশাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফ্রান্স প্রবাসী ফারুক হোসেনের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সেলিম শাহি, এডভোকেট মোঃ মাহমুদ হাসান শাকিল, আবুল মনসুর সেলিম, মাসুদুল আলম ফরহাদ, দেলোয়ার হোসেন পিন্টু, মাসুদের রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী ফারুক হোসেন ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।