আমার কাগজ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি মিশনের প্রধানদের অবহিত করেছে সরকার।
বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের ‘ব্রিফ’ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকায় বিদেশি মিশনের প্রধানদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিকাল ৩টা থেকে প্রায় ১০ মিনিটের এই ব্রিফিংয়ে প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে, তাও বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয় এবং তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়।
“এছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাদেরকে জানানো হয়। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।”
