
আমার কাগজ প্রতিবেদক
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিল মতিঝিল ট্রাফিক বিভাগে কর্তব্যরত পুলিশ সদস্যরা। ঐ ব্যক্তির নাম কাজী সেলিম আল দ্বীন।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল সোয়া ১০টার দিকে ট্রাফিক মতিঝিল বিভাগের রামপুরা ট্রাফিক জোনের অন্তর্গত রামপুরা ব্রিজ এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি।
জানা যায়, রামপুরা ব্রিজ উপর ইনকামিংয়ে (বাড্ডা থেকে আগত) দাঁড়ানো বাসের পিছনে সিএনজি (ঢাকা মেট্রো থ-১৩-৫৩৫০) বেপরোয়াভাবে চালিয়ে আঘাত করে। ফলে, সিএনজির যাত্রী কাজী সেলিম আল দ্বীন আহত হন। আহত সেলিম আল দ্বীনকে ট্রাফিক পুলিশের সহায়তায় রামপুরা ট্রাফিক পুলিশ বক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সিএনজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, ট্রাফিক মতিঝিল বিভাগের উপপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-এর উদ্যোগে এ বিভাগের প্রতিটি ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফাস্ট এইড বক্স’ রাখা হয়েছে এবং প্রত্যেক সার্জেন্টকে এ বিষয়ে ট্রেনিং প্রদান করা হয়েছে ।
দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করায় তাঁর পরিবার ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উপস্থিত সকলে পুলিশ সদস্য কর্তৃক এ মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন।