
বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম তারকা জুটি ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। মাঝে দুজনের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে। তবে জানেন কি? দুবাইতে মেয়ের নামে বিলাসবহুল বাড়ি কিনেছেন অভিষেক-ঐশ্বরিয়া।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বছরের বেশিরভাগ সময় কাজ, মেয়ের পড়াশোনার জন্য অভিষেক-ঐশ্বরিয়া থাকেন মুম্বাইয়ের জুহুতেই। একটু একান্তে বিশ্রামের প্রয়োজন হলেই তারা ছুটে চলে যান মেয়ের নামে কেনা দুবাইয়ের বিলাসবহুল ভিলাতে।
জানা যায়, ২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন জুনিয়র বচ্চন দম্পতি। বাড়িটির দামও আকাশছোঁয়া। যার অন্দরে রয়েছে গল্ফ খেলার মাঠ, বিরাট বাগান, ঝর্না, বিশাল পুল-সহ যাবতীয় আধুনিক ব্যবস্থাপনা।
ঘনিষ্ঠ সূত্রের মতে, এই বাড়ির দাম ১৬ কোটি টাকা। বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল। রান্নাঘরও তৈরি উন্নত প্রযুক্তিতে। তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল হোম থিয়েটার। দুবাইয়ের এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেঠি, অনন্ত অম্বানীদেরও।
মাস কয়েক আগেই ১৩ বছরে পা দিয়েছে এ দম্পতির একমাত্র সন্তান আরাধ্যা বচ্চন। মেয়ের জন্য নতুন করে ভাবতে শুরু করেছেন অভিভাবকেরা।
এদিকে ব্যক্তিগত সম্পত্তির দিক থেকে অভিষেকের চেয়ে এগিয়ে ঐশ্বরিয়া। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি। অন্য দিকে অভিষেক ২৮০ কোটি টাকার সম্পত্তির অধিকারী। তবে শুধু দুবাই নয়, অভিষেক-ঐশ্বরিয়ার মুম্বাইয়ে নিজেদের বাড়ি ছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে।