টাঙ্গাইল প্রতিনিধি
দেশের সবচেয়ে বড় রেল সেতু ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’তে চলতে যাচ্ছে পরীক্ষামূলক ট্রেন। মঙ্গলবার দুপুরে যমুনা নদীর ওপর নির্মিত চার দশমিক আট কিলোমিটার সেতু দিয়ে ট্রেনটি চলাচলের কথা রয়েছে।
প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান জানান, এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করবে ডিসেম্বরে।
তার আশা, রেলওয়ে জানুয়ারি মাস থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চালাতে পারবে।
তিনি আরও জানান, সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে ডিসেম্বরে।
এর আগে সোমবার বিকালে পরীক্ষামূলক ট্রেন চলাচল নিশ্চিত করতে সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে দুটি ট্রেন চালানো হয়।