
আমার কাগজ প্রতিবেদক
আজ (৯ মে, শুক্রবার) আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
যমুনা ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় এনেছে, সেই ছাত্র-জনতাই আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। আমরা স্পষ্ট করে বলছি—আজই, দুপুরের আগেই, সব রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
ড. মাসুদ আরও বলেন, “বিগত বছরগুলোতে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। দেশপ্রেমিক জনগণের একটিই দাবি, গণহত্যাকারী এই সরকারকে বিদায় দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এটি এখন আর কোনো একক দলের দাবি নয়, বরং জাতির সার্বিক আকাঙ্ক্ষা।”
তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে আজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। অথচ এখনো কিছু মহল এই গণতান্ত্রিক দাবিকে রুখে দিতে সক্রিয়, যা অত্যন্ত দুঃখজনক। ৫ আগস্ট যারা বুলেটের মুখে দাঁড়িয়ে বিজয় এনেছিল, আজ তারা আবার এখানে এসেছে। এবারও তারা বিজয় না নিয়ে ঘরে ফিরবে না।”
তিনি আরও দাবি করেন, “আমরা এখানে কোনো দলীয় পরিচয়ে আসিনি। আমরা এসেছি ১৮ কোটি জনগণের প্রতিনিধি হিসেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।”