মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী পুরান ভাসানচর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি নিয়ে ভাসানচর এলাকার প্রয়াত বিল্লাত আলীর দুই ছেলে আবদুল হক মিয়া (৬০) ও মো. কাদের আলীর (৬৫) মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়।
আজ সকালে আবদুল হক মিয়া তাঁর লোকজন দিয়ে বিরোধপূর্ণ ওই জমিটি পরিষ্কার করাচ্ছিলেন। কাদের আলী এসে এতে বাধা দেন। উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ঝগড়া শুরু হয়। এ সময় লোকজন প্রতিবেশী আরব আলীকে ঝগড়া থামাতে ডেকে নিয়ে যান। একপর্যায়ে দুই ভাই লাঠি নিয়ে তুমুল মারামারি শুরু করেন। আরব আলী তাঁদের থামাতে গেলে মাথায় লাঠির আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।