ক্রীড়া প্রতিবেদক
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিলেন হাসান মাহমুদ। তার পরপর দুই আঘাতেই ভাঙল প্রোটিয়াদের শক্ত প্রতিরোধ। ৬৬.৩ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ৮ উইকেটে ২৩৫ রান। লিড হয়েছে ১২৯ রানের।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম দেড় ঘণ্টা দারুণভাবে কাটিয়ে দেন কাইল ভেরানে এবং ওয়েন মুল্ডার। সপ্তম উইকেটে দুজনে মিলে গড়েন ২০০ বলে ১১৯ রানের জুটি্। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েছিলেন মুল্ডার।
এই জুটিতে মুমিনুল হকেরও অবদান আছে। মুল্ডারের দেওয়া সহজ ক্যাচ তিনি শর্ট লেগে ফেলেছেন। শেষ পর্যন্ত একমাত্র পেসার হাসান মাহমুদ এই জুটির অবসান ঘটান। ৬৫তম ওভারের শেষ দুই বলে ফিরিয়ে দেন ১১২ বলে ৫৪ রান করা মুল্ডার আর নতুন ব্যাটার কেশব মহারাজকে (০)। হ্যাটট্রিক চান্স থাকলেও ফিরতি ওভারের প্রথম বলে উইকেট পাননি হাসান।
৬ উইকেটে ১৪০ রান নিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। তারা এগিয়ে ছিল ৩৪ রানে। কাইল ভেরানে ১৮ এবং ওয়েন মুল্ডার ১৭ রানে অপরাজিত ছিলেন। এর আগে ১০৬ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের।