
বাজিতপুর প্রতিনিধি
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ – ৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎকালে অধ্যাপক রমজান আলীর সঙ্গে ছিলেন আদ্বীপ মিডিয়া সেন্টারের এমডি মোশতাক আহমদ।
জেলা আমীর কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের কাজ সম্প্রসারণ করতে অনুরোধ করেন। মাননীয় উপদেষ্টা বিধিমালার আলোকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
জামায়াত নেতা অধ্যাপক মোঃ রমজান আলী উপদেষ্টাকে কিশোরগঞ্জ সফরের দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত গ্রহণ করে সুবিধামত সময় কিশোরগঞ্জ সফরে আসবেন বলে জানান।