আমার কাগজ ডেস্ক
চাইলেই ফিরে আসা যায়– বরং আরও ভালোভাবে এর প্রমাণও দিয়েছেন তিনি। ফিরে এসে নতুন নতুন কাজ দিয়ে আলো ছড়িয়েছেন। বলছি, ছোটপর্দার অভিনেত্রী ও মডেল তাসনুভা তিশার কথা। মা হওয়ার পর হঠাৎই অভিনয় থেকে দূরে চলে যান তিনি। দীর্ঘ বিরতির পর চলতি বছরের মার্চে শুটিংয়ে ফেরেন এ অভিনেত্রী। ওই সময় একটি ওয়েব সিরিজ দিয়ে খুলেছিলেন কাজের খাতা। এ ছাড়া বেশকিছু ঈদ নাটকে দেখা যায় তাঁকে। এখন অভিনয়ের উঠোনে নিয়মিত এ তারকা অভিনেত্রী। বিরতি শেষে ফিরেই কিছু কাজ তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।
তাসনুভা তিশা বলেন, ‘মাঝে অনেক দিন ধরে কাজ করছিলাম না। গত বছরের নভেম্বরে সর্বশেষ শুট করেছিলাম। সন্তানসম্ভবা ছিলাম বলে কাজ থেকে বিরতি নিতে হয়েছে। অভিনয় ক্যারিয়ারে এত বড় বিরতি কখনও নেইনি। বিরতির পরে শুটিংয়ে ফিরেছিলাম। জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে একের পর এক নাটকের শুটিং বাতিল হচ্ছিল। এ কারণে ছাত্র আন্দোলনের কারণে কাজ কম হয়েছে। আসলে কাজ থেকে বিরতি নেওয়া খুবই প্রয়োজন। তাহলে নতুন উদ্যোগে কাজ শুরু করা যায়। এর প্রমাণ আমি আগেও পেয়েছি।’
তিনি আরও যোগ করে বলেন, ‘দীর্ঘ বিরতি নিয়েছি বলে দর্শকের আগ্রহ নিয়েই বেশি ভেবেছি, দর্শক আমাকে কতটা গ্রহণ করবেন। এ জন্য ঠিক পরীক্ষার সময়ের মতো সচেতন হয়ে নিজেকে ফিট করেই শুটিংয়ে নেমেছি। দর্শক আমাকে আগের মতো ভালোবাসা দিয়েছেন। ভক্তরাও কাজ নিয়ে আলোচনা করছেন। খুব ভালো লাগছে।’
সম্প্রতি বঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব কনটেন্ট ‘সেকশন ৩০২’। এ ছাড়াও ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে তাঁর একাধিক নাটক। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে তাঁর। মিডিয়ায় অনেক জুটিই সফল হয়েছেন। অনেক দিন ধরে অভিনয় করছেন, কিন্তু কোনো অভিনেতার সঙ্গে জুটি গড়ে ওঠেনি। এখন এ নিয়ে আলাদা করে কিছু ভাবছেন? ‘‘কোনো অভিনেতার সঙ্গে আলাদা করে জুটি করে তোলা নিয়ে কখনও ভাবিনি। সত্যি যে গত কয়েক মাসে আরশ খানের বিপরীতে কাজ বেশি করা হয়ে গেছে। ‘পাগলপুর’ ‘আরও কিছুটা সময়’, ‘তবুও জীবন’, ‘তোমার জন্য মায়া হয়’, ‘অল্পস্বল্প প্রেম’, ‘তুমি ফুলের মতো’, ‘যদি ভালোবাসো’, ‘মেয়েটার ছেলেটা’, ‘শীতল মেঘের প্রেম’সহ আরও কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছি। এজন্য হয়তো মনে হতে পারে, আমি এখনও আরশের সঙ্গে কাজে বেশি আগ্রহী। দর্শকের কারণেই জুটি তৈরি হয়। তাদের ভালোলাগাকে নির্মাতারা প্রাধান্য দিয়েছেন বলেই আমাদের জুটি হয়েছে। আর দর্শকের পছন্দের কথা ভেবেইতো আমরা কাজ করি। কিন্তু সত্যি এটাই, শুরু থেকেই সবার সঙ্গে কাজ করতে চেয়েছি, এখনও চাই। বললেন তিশা।’’
কাজের কথার পাশাপাশি অভিনয় নিয়েও আগামীর ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে ভালো গল্প আর ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে। পরিচিতি বা জনপ্রিয়তাকে পুঁজি করে যে কোনো কাজ করা নিয়ে আমার আপত্তি আছে। এককথায় আমি পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে চাই।’