
আমার কাগজ ডেস্ক
“ আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে”
১৫ নভেম্বর মুজিবুল হক তাসিমের ২০তম জন্মবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে সব কিছু আলোকময় করে সে এসেছিল পৃথিবীতে।
তাসিম ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স নিয়ে অধ্যয়নরত। সে দৈনিক আমার কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভুঁইয়া রানার কনিষ্ঠ পুত্র।
জন্মদিন উপলক্ষে তাসিমের জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।