আমার কাগজ প্রতিবেদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক শুনানি ২৭ জুলাই।
সোমবার (২৪ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান যুক্তি শুনানির দিন নির্ধারণ করেন। ওই দিন আদালতে এ মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম। তার সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৭ জুলাই যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছেন আদালত।
নথি থেকে জানা গেছে, ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।
মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।