আমার কাগজ ডেস্ক
ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক কারাবন্দি আব্দুল মোনায়েম মুন্নার মুক্তি দাবি করা হয়। সমাবেশে আগত যুবদল ও মুন্নার কর্মী-সমর্থক অনুসারীরা এই দাবি জানান। তারা মুন্নার মুক্তির দাবি সংবলিত টি-শার্ট পরে মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের যৌথ সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে এ সমাবেশ হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ রাজধানী ঢাকা থেকে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করা হয়।