
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে দুইদিন ব্যাপী ৪র্থ ইয়্যুথ (অনুর্ধ্ব ১৭ বৎসর) জাতীয় ক্লাব ভারত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভারোত্তোলন জিমন্যাসিয়ামে প্রথমদিন অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৩ কেজি শ্রেণীতে শ্রেষ্ঠ ভারোত্তোলক হয়েছে শামী সুলতানা। প্রতিযোগিায় দলগত চ্যাম্পিয়ন হয় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ভারোত্তালন ক্লাব, গাজীপুর (শ্রেষ্ঠ প্রশিক্ষক-মো. খোরশেদ আলম), দলগত ১ম রানার্স আপ আজাহার ভারোত্তলন ক্লাব, কিশোরগঞ্জ (প্রশিক্ষক-মো. আজাহারুল ইসলাম) এবং দলগত ২য় রানার্স আপ হয় ঢাকা আরামবাগ ক্লাব (প্রশিক্ষক-বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান)।
শাম্মী সুলতানা নড়াইলের আব্দুর রাজ্জাক শরীর চর্চা ক্লাবের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শ্রেষ্ঠ ভারোত্তলকের পুরস্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন সুলতানার নানী রিজিয়া বেগম এবং তার মা শাহরিয়া সুলতানা।
ভারত্তোলন অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ শাহরিয়া সুলতানা শাহরিয়া সুলতানা সাবেক ভারত্তোলক ও কোচ। তারকা ভারত্তোলকের মেয়ে শাম্মীও দ্যুতি ছড়াচ্ছেন ভারত্তোলনে। জুনিয়র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কয়েকবার।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় ক্রীড়া পরিষদের ভারোত্তোলন কোচ শাহরিয়া সুলতানা জাতীয় ক্রীড়া পরিষদে সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। সাবেক এই খেলোয়াড়ের দেশে বিদেশে রয়েছে একাধিক পদক। যার মধ্যে অন্যতম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক। শাহরিয়া সুলতানা ইন্টারন্যাশনাল ভারোত্তোলন ফেডারেশনের টেকনিক্যাল অফিসার।