আমার কাগজ প্রতিবেদক
দেশব্যাপী চলমান প্রচন্ড রকমের তাপদাহে জনজীবন যখন অতীষ্ট হলেও থেমে নেই ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানীর যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছেন ট্রাফিক বিভাগের সদস্যরা।
বৈশাখের খরতাপে রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভোগেন। দায়িত্বরত সব ট্রাফিক পুলিশ সদস্যদের স্বস্তি দিতে নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাফিকের সব পুলিশ সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনের ও লেমন জুস সরবরাহ করতে নির্দেশনা দিয়েছেন তিনি।
এরই অংশ হিসেবে আজ শনিবার (২০ এপ্রিল) ট্রাফিক মতিঝিল বিভাগের সকল সদস্য ও কর্মকর্তাদের জন্য (৪৫০ জন) অফিসে তৈরীকৃত লেমন জুস সরবরাহ করা হয়।
এদিকে নজিরবিহীন এ উদ্যোগ গ্রহণ করায় ট্রাফিক মতিঝিল বিভাগের সকল ফোর্স বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
জানা যায়, আইজিপি ও ডিএমপি কমিশনারের সময়োপযোগী উদ্যোগ নেয়ায় ট্রাফিক বিভাগের সকল ফোর্স ও অফিসার প্রখর তাপদাহের মধ্যেও দায়িত্বপালনে আরো প্রানবন্ত ও উজ্জীবিত হয়েছেন।
ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান বলেন, এই অসহনীয় গরমে রাস্তায় ডিউটি করা সত্যিই কষ্টকর। আইজিপি স্যার ও কমিশনার স্যার এই উপলব্ধি থেকে ট্রাফিকের সব পুলিশ সদস্যদের জন্য বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনের ও লেমন জুসের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন। স্যারদ্বয়ের এই উদ্যোগ এই তীব্র গরমের মধ্যেও দায়িত্ব পালনে আরো উদ্বুদ্ধ করবে।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, ৩০০টি লেবু, ৪৫০টি আধা লিটার পানির বোতল, হালকা চিনি ও লবন মিশ্রিত করে অভিজ্ঞ ব্যক্তি ও মেশিন ব্যবহার করে এ লেমন জুস তৈরি করা হয়। পরে এগুলো পোস্টে পোস্টে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের নিকট পৌছানো হয়।
জানা যায়, যতদিন তাপদাহ থাকবে ততদিন এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।