আমার কাগজ ডেস্ক
তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)–র গুটিকতক সদস্য ‘দুই তীরের জনগণের সম্পর্ক বিধি’ সংশোধনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে তাইওয়ান ও গণপ্রজাতন্ত্রী চীনকে আলাদা সত্তা হিসেবে উপস্থাপন করা এবং মূল ধারায় থাকা “জাতীয় ঐক্য সাধনের আগে” শব্দগুচ্ছ মুছে ফেলার কথা আছে।
এ বিষয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন পিনহুয়া সম্প্রতি সাংবাদিকদের বলেন, “আমরা সংশ্লিষ্ট ঘটনার ওপর গভীর নজর রাখছি। এ ধরনের প্রস্তাব তাইওয়ান সমাজের মূলধারার জনমত ও তাইওয়ানের জনগণের নিরাপত্তা ও কল্যাণকে উপেক্ষা করে, প্রকাশ্যভাবে তাইওয়ান যে চীনের অবিচ্ছেদ্য অংশ-এই ঐতিহাসিক ও আইনগত বাস্তবতাকে চ্যালেঞ্জ করছে; বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং মূল ভূখণ্ড ও তাইওয়ান একই চীনের অংশ-তাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থাকে বদলানোর চেষ্টা করছে; নগ্নভাবে “আইনিভাবে তাইওয়ান স্বাধীনতা” এগিয়ে নিচ্ছে; ইচ্ছাকৃতভাবে দুই তীরের উত্তেজনা বাড়াচ্ছে এবং প্রণালী ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এর উদ্দেশ্য অত্যন্ত অশুভ, যা সম্পূর্ণভাবে প্রমাণ করে যে, লাই ছিং-ত্য প্রশাসন ও ডিপিপি নিঃসন্দেহে “শান্তি ধ্বংসকারী”, “সংকট সৃষ্টিকারী” ও “যুদ্ধের উস্কানিদাতা’।
চেন পিনহুয়া আরও বলেন, “‘তাইওয়ানের স্বাধীনতা’ মানেই যুদ্ধ—এটি একটি মৃত পথ, একট বন্ধ গলি। যেকোনো রূপে “আইনি তাইওয়ান স্বাধীনতা” ষড়যন্ত্র চূর্ণ করার বিষয়ে আমাদের পূর্ণ আস্থা ও পর্যাপ্ত সক্ষমতা রয়েছে; কোনো নাম বা কোনো উপায়ে, বিচ্ছিন্নতাবাদী শক্তি তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চাইলে আমরা কখনোই তা হতে দেব না।”
সূত্র :শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।
