আমার কাগজ প্রতিবেদক
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জাতির সঙ্গে বিচারিক প্রতারণা করেছেন অসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ ব্যবস্থা বাতিল, বিচার বিভাগীয় প্রতারণা ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বুধবার (১৬ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, ওই রিভিউ আবেদন রোববার শুনানি হবে।
এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয়। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি ৮০০ পৃষ্ঠার রিভিউ আবেদনটি করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে আবেদনটি জমা দেওয়া হয়। রিভিউ আবেদনকারী আরও চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।
২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যদিও ১০ম এবং ১১তম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেওয়া হয়েছিল। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তড়িঘড়ি করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আওয়ামী লীগ সরকার। যদিও পরে পূর্ণাঙ্গ রায়ে দুই মেয়াদে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বাদ দেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।