
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করায় সংস্কৃতি অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা। খোদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর’ বলে আখ্যায়িত করেছেন।
এ নিয়ে মুখ খুলেছেন নির্মাতা আশফাক নিপুনও। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে রাজপথে থাকা এই নির্মাতা ফারিয়ার গ্রেপ্তারকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আশফাক নিপুন লেখেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার।’
তিনি আরও লিখেছেন, ‘হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।’
পোস্টের শেষ অংশে তিনি বলেন, ‘আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনো প্রহসন চাইনি, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করুন।’
উল্লেখ্য, রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার আদালতে তোলা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন এবং নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।