আমার কাগজ প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত আজহার আলী (৬৫) কোন মামলায় বন্দী ছিলেন, তা জানা যায়নি। তার বাবার নাম আব্দুল হোসাইন সিকদার।
কারা কর্তৃপক্ষ জানায়, গত ১২ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে আজহার আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।