
আমার কাগজ ডেস্ক
সারাদেশে বুট ক্যাম্পের অংশ হিসেবে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হলো ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড বুটক্যাম্প। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড নিয়ে ছাত্রীদের আগ্রহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে আয়োজন করা হচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড। অলিম্পিয়াডটি আয়োজন করেছে আইটেসারেক্ট টেকনোলজিস। অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে আটটি ভিন্ন বিষয়ে পলিটেকনিকসহ ৬টি ভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য থাকছে কোটি টাকা পুরস্কার।
মোট ছয়টি স্তরের শিক্ষার্থীরা এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। স্তরগুলো হচ্ছে প্রথম-পঞ্চম শ্রেণি, ষষ্ঠ-দশম শ্রেণি, কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পলিটেকনিক শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষার্থী। এ আয়োজন নিয়ে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বুটক্যাম্প করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আইটেসারেক্ট টেকনোলজিস আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে (www.nationalsteamolympiad.com) নিবন্ধন করতে হবে। আগামী ২০ জুন থেকে অফিসিয়াল রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
প্রিন্সিপাল ইনচার্জ শাহানা বেগম বলেন, ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড উদ্যোগটি অসাধারণ উদ্যোগ। সারাদেশে সব শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা দরকার। আমরা অবশ্যই আমাদের ইনস্টিটিউট থেকে অংশগ্রহণ করব।
ঢাকা মহিলা পলিটেকনিকের ছাত্রী আফিয়া নওশিন বলেন, আমরা ৪০ টি প্রজেক্ট নিয়ে আমাদের ইন্সটিউট থেকে অংশগ্রহণ করব। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন আমরাই চ্যাম্পিয়ন হতে পারি।