
মো. ফারুক
বর্ণাঢ্য আয়োজনে এবং আবেগঘন পরিবেশে ঢাকা পাবলিক কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১২ আগস্ট) রাজধানী ধানমন্ডির জিগতলাস্থ কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং ঢাকা পাবলিক কলেজের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আবু।
ঢাকা পাবলিক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহ্ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা সিনিয়র জেলা ও দায়রা (বিশেষ জজ) মো. বদরুল আলম ভূঞা, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ (বিশেষ জজ) মোহাম্মদ আলী হোসাইন, সিনিয়র আইনজীবী ফৌজদারী মামলার স্পেশালিস্ট, শিক্ষানুরাগী, কৃতি সংগঠক ও ঢাকা পাবলিক কলেজের উপদেষ্টামÐলীর অন্যতম সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং ঢাকা পাবলিক কলেজের গভর্নিং বডির দাতা সদস্য আলহাজ্ব মকবুল হোসেন।
এছাড়া অত্র কলেজের অধ্যক্ষবৃন্দ, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ছাড়াও অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ঢাকা পাবলিক কলেজ ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এমপিওভুক্ত এ কলেজটি ঢাকা শিক্ষাবোর্ডে ৩য় স্থান অর্জনকারী শ্রেষ্ঠ কলেজ এবং ঢাকা মহানগরীতে ১ম স্থান অর্জনকারী কলেজ। স্বর্ণপদকপ্রাপ্ত এ কলেজটির বিগত বছরে পাশের হারও শতভাগ।