
আমার কাগজ ডেস্ক
বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ পঞ্চম। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টা নাগাদ আইকিউএয়ারের মানসূচক তথ্যানুযায়ী, ১৮১ স্কোর নিয়ে বিশ্বের ১২৩ টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ পঞ্চম স্থানে আছে। অর্থাৎ এখানকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
তালিকায় ৩০৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার সেনেগালের রাজধানী ডাকার। অর্থাৎ এই শহরগুলোর বাতাস ‘ খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
পাশাপাশি তালিকায় ১৯১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লাহোর। এছাড়াও, ১৮৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং ষষ্ঠ স্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু যার স্কোর ১৮০।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণের কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমো নারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুহার বাড়ে।